আমজনতার দলের তারেককে আপিল করার আহ্বান ইসি সচিবের
নিবন্ধনের দাবিতে অনশনে রয়েছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। তাকে নির্বাচন কমিশনে আপিল করার আহ্বান জানিয়েছেন সচিব আখতার আহমেদ।
আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে আখতার আহমেদ এ আহ্বান জানান।
আখতার আহমেদ বলেন, আপিল, সংশোধনী, পরিমার্জন বা সময় বর্ধন—এসব তো প্রচলিত প্রক্রিয়া। নিশ্চয়ই তারা বিষয়টি বিবেচনায় নেবেন। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, যেন এই অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের পথে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, তারেকের প্রতি বিএনপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দল, সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সংহতি জানাচ্ছেন। আজ নির্বাচন ভবনের প্রধান ফটকের সংহতি প্রকাশ করতে যান বিএনপি নেতা ইশরাক হোসেন। আমজনতার দলের তারেক রহমানের মত ইয়াং ডাইনামিক লিডারকে বঞ্চিত করা হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছেন। অবশ্যই উনাকে নিবন্ধন দেওয়া উচিত।

নিজস্ব প্রতিবেদক