ঝিনাইদহে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি কুঠিরপাড় গ্রামে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশু হলো কাতলামারি গ্রামের সোহেল মিয়ার ছেলে আরিয়ান (৫) ও একই গ্রামের তারা মিয়ার মেয়ে তাছনিম খাতুন (৫)।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুই শিশু মৃত্যুর ঘটনায় স্বজনের আহাজারিতে গ্রামে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে।
শিশুদের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে স্থানীয় নবগঙ্গা নদীতে গোসল করতে নামে আরিয়ান ও তাছনিম। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর স্বজনরা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই শিশু মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)