পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর পারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার।
মারা যাওয়া শিশুরা হলো আনু মিয়া হাজি বাড়ির মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (৯), মো. কালু আক্তারের মেয়ে হাবীবা আক্তার (৬) এবং সাহাবদি নগরের মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (১০)। তারা সম্পর্কে চাচাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলার ছলে তিনজনই বাড়ির পাশে মসজিদের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, ‘তিনটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যুর ঘটনা আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, ‘আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। পরবর্তীতে আইন আনুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)