শেরপুরের উন্নয়নের দাবিতে ৫ কিলোমিটারব্যাপী মানববন্ধন
শেরপুর জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে অনুষ্ঠিত হয়েছে ৫ কিলোমিটারব্যাপী দীর্ঘ মানববন্ধন।
আজ বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পুরো জেলা শহর জুড়ে বিস্তৃত ছিল।
শেরপুর জেলা প্রেসক্লাবের আহ্বানে আয়োজিত এ মানববন্ধনে শেরপুরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান, আইনজীবী সমিতিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন, চেম্বার অব কমার্সসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করে। মানববন্ধনের কেন্দ্রস্থল থানা মোড় রূপ নেয় সমাবেশে।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুরাদুজ্জামান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান জুয়েল, জামায়াতে ইসলামীর জেলা আমির হাফিজুর রহমান, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, চেম্বার অব কমার্সের সভাপতি আরিফ হাসান, জামায়াত নেতা আব্দুল বাতেন, ড্যাব নেতা ডা. সুরুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি প্রকৌশলী মো. লিখন, বিএনপি নেতা ফজলুর রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, এবি পার্টির সাধারণ সম্পাদক মুকসিতুর রহমান হীরা, বিজেপির আ. রশীদ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আবু রায়হান রূপন, থানা বিএনপির সাইফুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ প্রমুখ।
সভা সঞ্চালনা করেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
সভায় বক্তারা, শেরপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, বিশেষায়িত হাসপাতাল, মেডিক্যাল কলেজ, রেলপথ স্থাপনের দাবি জানান। সেই সঙ্গে কৃষি ও পর্যটনের ব্যাপারেও সরকারি উদ্যোগের আহ্বান জানান।

কাকন রেজা, শেরপুর