মেয়েকে গলাটিপে হত্যার অভিযোগে বাবা আটক
শেরপুরের নকলায় পারিবারিক কলহের জেরে নিজ সন্তানকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিহত শিশু হলো ছয় বছর বয়সী মরিয়ম আক্তার। তার চার বছর বয়সী ছোট বোন মিম আক্তার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ রোববার (১৮ জানুয়ারি) ভোরে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা অটোরিকশা চালক বাবুল মিয়াকে (৩৬) আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবুল মিয়ার সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে অভিমান করে স্ত্রী বাবার বাড়ি চলে যান। দুই সন্তানকে নিয়ে বাবুল ঢাকায় থাকতেন। আজ ভোরে তিনি সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে ফেরেন। বাড়িতে আসার কিছুক্ষণ পর হঠাৎ সন্তানদের ওপর ক্ষিপ্ত হয়ে তাদের গলাটিপে ধরেন বাবুল। বড় মেয়ে মরিয়ম ঘটনাস্থলেই মারা যায়। ছোট মেয়ে মিমকে গলাটিপে ধরার সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মিমকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে বাবুল মিয়াকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

কাকন রেজা, শেরপুর