উৎসাহ উদ্দীপনায় শেরপুরে বড়দিন পালিত
শেরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে শুরু হয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিক কার্যক্রম।
জেলার সবচেয়ে বড় অনুষ্ঠান হয় নালিতাবাড়ি উপজেলার বারোমারি সাধু লিওর ধর্মপল্লীতে।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও সংকির্তনের মধ্যদিয়ে শেষ হবে বড়দিনের আনুষ্ঠানিক কার্যক্রম। এ ছাড়া দিনব্যাপী জেলার বিভিন্ন খ্রিস্টান মিশন এবং ধর্মীয় উপাসানালয়ে চলছে উৎসবের আমেজ।
বড়দিনের উৎসবকে ঘিরে জেলার সব স্থানে খ্রিস্ট ভক্তদের মধ্যে উৎসবের আমেজ বইছে।
এবার জেলা সদরের চরশ্রীপুর, পৌর এলাকার কসবা গরো পল্লী, সীমান্তের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর আদিবাসি খ্রিস্টান ধর্মপল্লী, নালিতাবাড়ি উপজেলার বারোমারি সাধু লিওর ধর্মপল্লী, শ্রীবরর্দী উপজেলার বাবলাকোনা আদিবাসী খ্রিস্টান ধর্মপল্লীসহ জেলার প্রায় ১৮টি গির্জায় প্রায় ২০ হাজার খ্রিস্ট ধর্মাবলম্বী গারো আদিবাসীসহ খ্রিস্ট ভক্তরা নানা আয়োজনে দিনটি উদযাপন করছে।
বারোমারি সাধু লিওর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার তরুণ বনোয়ারি বলেন, প্রভু যিশুখ্রিস্ট মানুষের দুঃসময়ে, মানুষের একাকিত্বে, মানুষের কষ্টে এই পৃথিবীতে মুক্তি নিয়ে এসেছেন। আমরা সেই মুল ভাবটিকে ধারণ করে ধর্মপল্লীতে উৎসব করছি।

কাকন রেজা, শেরপুর