সাইফুদ্দিন কাদেরের লাশবাহী গাড়িতে হামলার অভিযোগ
বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর লাশবাহী গাড়ি ও গ্রামের বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের রাউজান উপজেলার গহীরা এলাকায় ওই হামলার ঘটনায় দুজন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন।
সাইফুদ্দিন কাদেরের ছোট ভাই রাউজানের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এনটিভিকে জানান, আজ বাদ আসর গহীরা হাইস্কুল মাঠে তাঁর ভাইয়ের জানাজা হয়। জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে নেওয়ার সময় লাশবাহী গাড়িসহ প্রায় নয়টি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এ সময় তাঁদের নেতাকর্মী ও আত্মীয়স্বজনদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এদের মধ্যে দুজন গুলিবিদ্ধ ও ২০-২৫ জন আহত হন।
আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য এ বি এম ফজলে করীমের সমর্থকরা এ হামলা ও গুলি চালিয়েছে বলে অভিযোগ করেন গিয়াসউদ্দিনন কাদের চৌধুরী। এমনকি বিকেলের পর থেকে তাঁদের গ্রামের বাড়িতে এক প্রকার অবরুদ্ধ করে রাখা হয় বলেও তিনি অভিযোগ করেন।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, জানাজা পড়া নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে একটু উত্তেজনা দেখা দেয়। এ সময় সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুজন আহত হন বলে তিনি জানতে পেরেছেন।
গতকাল বুধবার রাজধানীর একটি হাসপাতালে সাইফুদ্দিন কাদের চৌধুরী ইন্তেকাল করেন।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম