গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে লাখ টাকা লুট
কুমিল্লার চান্দিনা উপজেলায় দিনে-দুপুরে রজত সরকার নামের এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রজত সরকার লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার গায়েরচর গ্রামের বর্জন সরকারের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংক চান্দিনা শাখায় জ্যেষ্ঠ কেন্দ্র ব্যবস্থাপকের দায়িত্বে আছেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী এনটিভি অনলাইনকে বলেন, ‘ঘটনার ব্যাপারে আমাকে অবহিত করা হয়েছে। গ্রামীণ ব্যাংক থেকে অভিযোগ পেয়েছি।’
গ্রামীণ ব্যাংক চান্দিনা শাখা কার্যালয় সূত্রে জানা যায়, রজত সরকার দুপুর সাড়ে ১২টার দিকে চান্দিনার গোবিন্দপুর থেকে কিস্তির টাকা সংগ্রহ করে কার্যালয়ে ফিরছিলেন। এ সময় পাঁ-ছয়জন ছিনতাইকারী তাঁর বাইসাইকেলের গতিরোধ করে এলোপাথাড়ি কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।
পরে রজতের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় স্থানান্তর করা হয়।

কাজী রাশেদ, চান্দিনা