অর্ধশত ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র মাদারীপুর
মাদারীপুর পৌর শহরের বটতলা ও সবুজবাগ এলাকার কিশোরদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে অন্তত অর্ধশত ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বটতলা ও সবুজবাগ এলাকার কিশোরদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে শুক্রবার রাতে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটানো হলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। দোকানপাটে ভাঙচুর চালানো হয়। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযানে নামেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কিছু সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস (টিয়ার শেল) নিক্ষেপ করে। যৌথ বাহিনীর শক্ত অবস্থানের মুখে সংঘর্ষকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এম. আর. মুর্তজা, মাদারীপুর