মঞ্চায়িত হলো রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা
মঞ্চায়িত হলো 'রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা'। গত শুক্রবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন হয়৷ চলতি ডিসেম্বর মাসের ৯ তারিখ বেগম রোকেয়া সাখাওয়াতের জন্ম ও মৃত্যুদিবস উপলক্ষে দেড় ঘণ্টার নাটকটির গ্রন্থনা এবং নির্দেশনা দিয়েছেন নার্গিস সুলতানা৷ পোশাক পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানেও ছিলেন তিনি৷ এতে আবহসংগীত করেছেন আরেফিন নিপুন ও মাজহারুল তুষার৷
সাহিত্য-সংস্কৃতির সৃজনশীল প্লাটফরম 'লেখার পোকা'র পৃষ্ঠপোষকতায় আয়োজিত কাব্যনাট্যে আবৃত্তি, শ্রুতিকথন আর অভিনয়ে অংশ নেন নার্গিস আক্তার, রেজিনা খন্দকার, জয়া হাওলাদার, আবুল ফজল, তোফাজ্জল হোসেন তপু, সুজন রেহমান, নূরাইশা হাসান সামিয়া, মীর উমাইয়া হক পদ্ম, উম্মে হাবিবা শিবলী, অদ্রিতা ভদ্র ও নার্গিস সুলতানা৷
বেগম রোকেয়াকে নিয়ে এ আয়োজন সম্পর্কে নির্দেশক নার্গিস সুলতানা বলেন, 'বেগম রোকেয়ার সাহসী ও ক্ষুরধার লেখনি এবং তার দূরদর্শী চিন্তা-চেতনা ও দর্শনই আমাদের 'রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা' অনুষ্ঠানের মূল ভিত্তি। তার অমিয় বাণীকে পাথেয় করে আমরা কাব্য ও নাট্যে সমাজে নারীর বর্তমান অবস্থান এবং তার স্বপ্নের বাস্তবায়ন কতটুকু হয়েছে, সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করেছি এ প্রযোজনায়।'
নার্গিস সুলতানা আরও বলেন, 'কবিতার বলিষ্ঠ উচ্চারণ আর শ্রুতিঅভিনয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি—বেগম রোকেয়ার সুলতানারা সমাজকে নতুন আলোর প্রান্তে আনতে পেরেছেন কি না! নাকি শত প্রতিকূলতায় তারা স্বপ্ন দেখতে ও স্বপ্নে বাঁচতে ভুলে গেছেন?'

বিনোদন ডেস্ক