কলকাতা বইমেলায় এবার অনুপস্থিত আমেরিকা
মাঝে আর কয়েকটা দিন। ২২ জানুয়ারি শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। একাধিক প্রকাশনা সংস্থার পাশাপাশি, কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ থাকে বিদেশের প্যাভিলিয়ন। এই প্রথম সেখানে অনুপস্থিত থাকবে আমেরিকা।
কেন অনুপস্থিত আমেরিকা
২০০৬ সালে কলকাতা বইমেলায় প্রথম যোগ দেয় আমেরিকা। এর পরে ২০১১ সালে ইউএস ছিল বইমেলার থিম কান্ট্রি। ওয়াশিংটনের ক্যাপিটল বিল্ডিংয়ের আদলে তৈরি হয় সেই বছরের প্যাভিলিয়ন। যোগ দেওয়ার পর এই প্রথম বইমেলায় অংশ নেবে না আমেরিকা।
বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় ডিডাব্লিউকে বলেন, ‘কিছুদিন আগেই কলকাতায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ইউএস ইনফর্মেশন সার্ভিস বা আমেরিকান সেন্টারের পক্ষ থেকে গিল্ডকে ইমেলের মাধ্যমে জানানো হয় তারা এই বছর বইমেলায় প্যাভিলিয়ন তৈরি করবে না। তারা জানিয়েছে, সরকারি বাজেটের পুনর্বন্টন না হওয়ার কারণে তারা থাকতে পারবে না।’
প্রসঙ্গত, গত বছর একমাস জুড়ে যুক্তরাষ্ট্রে প্রশাসনিক শাট ডাউন চলে। আমেরিকান সেন্টারের সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছে, সেই সময় বইমেলা সংক্রান্ত বাজেট অনুমোদনের কথা ছিল। শাট ডাউন হওয়ায় তা সম্ভব হয়নি। ডিডাব্লিউ আমেরিকান সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল। তারা জানিয়েছে, এ বিষয়ে সরকারিভাবে তারা এখনই কিছু জানাতে পারবে না।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের বিচ্ছিন্ন করেছে আমেরিকা। এর মধ্যে আছে ৩১টি জাতিসংঘের সংস্থা। ৬৬টি সংস্থার মধ্যে অনেকগুলো সংস্থা পরিবেশ, জলবায়ু পরিবর্তন, অভিবাসনের মতো বিষয় নিয়ে কাজ করে।
থাকছে না বাংলাদেশও
অন্যদিকে, গত বছরের মতো এ বছরও বইমেলায় অনুপস্থিত থাকছে বাংলাদেশ। গিল্ড জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি স্পর্শকাতর এবং ভারত সরকারের অনুমোদন না পেলে তারা স্টল বরাদ্দ করতে পারে না।
তবে এই বছর প্রথমবার কলকাতা বইমেলায় অংশ নেবে ইউক্রেন। কলকাতায় তাদের কোনো কনসুলেট না থাকার কারণে দিল্লি থেকেই এবারের প্যাভিলিয়ন সজ্জার কাজ করা হবে বলে জানিয়েছেন ত্রিদিব চট্টোপাধ্যায়।

ডয়চে ভেলে