বসন্তের প্রথম দিনে মেলায় এসেছে ১৭২টি বই
একুশে বইমেলার ত্রয়োদশ দিন ছিল বসন্তের প্রথম দিন। এদিন মেলায় এসেছে বেশ কিছু নতুন ও পুনর্মুদ্রিত পুরোনো বই। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো : শক্তিনাথ ঝায়ের ‘সুফি মদিনা থেকে মহাস্থানগড়’, ননী ভৌমিকের ‘রুশদেশের রূপকথা’, জাকির তালুকদারের ‘গল্পপাঠ’, হরিশংকর জলদাসের ‘অনার্য অর্জুন’ প্রভৃতি। এদিন মেলায় মোট ১৭২টি বই এসেছে। নিচে বইগুলোর তালিকা দেওয়া হলো।

ফিচার ডেস্ক