অবৈধ অভিবাসীদের নৌকাডুবি, ৪ বাংলাদেশি নিহত
লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে প্রায় ১০০ অবৈধ অভিবাসনপ্রত্যাশী বহনকারী দুটি নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই বাংলাদেশের নাগরিক। লিবিয়ার রেড ক্রিসেন্ট শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
লিবিয়ার রেড ক্রিসেন্ট জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে আল-খুমস উপকূলের কাছে দুটি অভিবাসীবাহী নৌকা উল্টে যাওয়ার খবর পায় তারা। প্রথম নৌকাটিতে বাংলাদেশ থেকে আসা ২৬ জন অভিবাসী ছিলেন। তাদের মধ্যে চারজনের মরদেহ পাওয়া যায়।
রেড ক্রিসেন্ট আরও জানায়, দ্বিতীয় নৌকাটিতে আট শিশু ৬৯ জন যাত্রী ছিল। তাদের মধ্যে দুজন মিসরীয় এবং ৬৭ জন সুদানের নাগরিক।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়, চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিতদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া তাদেরকে চিকিৎসাসেবা প্রদানের জন্য জরুরি পরিষেবা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে।
ভূমধ্যসাগর পেরিয়ে অবৈধ পথে ইউরোপে পৌঁছাতে অবৈধ অভিবাসীরা লিবিয়াকে বেছে নেন। স্থানীয় কর্তৃপক্ষ ক্রমবর্ধমান অভিবাসন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলের ইউরোপীয় দেশগুলো তাদের উপকূলে অনিয়মিত অভিবাসীদের প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) গত বুধবার জানিয়েছে, এ বছর ভূমধ্যসাগর পার হওয়ার চেষ্টা করার সময় নিহত অভিবাসীর সংখ্যা ইতোমধ্যে এক হাজার ছাড়িয়ে গেছে।

এনটিভি অনলাইন ডেস্ক