গ্রিস উপকূল থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার
গ্রিসের ক্রিট দ্বীপের একটি মাছ ধরার নৌকা থেকে প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করা হয়েছে। গ্রিসের উপকূলরক্ষী বাহিনী এ খবর জানিয়েছে। খবর আল জাজিরা ও এএফপি।
গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্রর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্তবিষয়ক সংস্থা ‘ফ্রন্টেক্সের’একটি নৌকা লিবিয়া সমুদ্রের ছোট দ্বীপ গ্যাভডোসের কাছাকাছি এলাকায় শুক্রবার ভোরে টহল দিচ্ছিল। এ সময় সম্ভাব্য আশ্রয়প্রার্থীদের নৌকাটি ফ্রন্টেক্সের কর্মীদের নজরে আসে। এরপর তাঁদের উদ্ধার করা হয়। নৌকাটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ক্রিট ও গ্যাভডোস ভূমধ্যসাগরে অবস্থিত গ্রিসের মালিকানাধীন দুটি দ্বীপ। এর মধ্যে গ্যাভডোস ক্রিটের দক্ষিণে লিবীয় সাগরে অবস্থিত।
উদ্ধার হওয়া আশ্রয়প্রার্থীদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, মিসর, ইরিত্রিয়া, সোমালিয়া, সুদান ও ফিলিস্তিনের নাগরিক রয়েছেন। তাঁদের ক্রিট দ্বীপের রেথিমনো শহরে নেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার আরেক ঘটনায় গ্যাভডোস উপকূলে দুটি নৌকা থেকে ৬৫ জন পুরুষ ও ৫ জন নারীকে উদ্ধার করে ফ্রন্টেক্স।
আগামী জুনে ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় চুক্তি কার্যকর হবে। চুক্তির আওতায় গ্রিস, সাইপ্রাস, স্পেন ও ইতালি অভিবাসন চাপ মোকাবিলায় সহায়তা পাবে। তবে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস সম্প্রতি বলেছেন, নতুন চুক্তির আওতায় যেসব আশ্রয়প্রার্থীর নিরাপত্তাসংক্রান্ত দাবি বাতিল হবে, তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। যদিও বিভিন্ন মানবাধিকার সংস্থা এই চুক্তির সমালোচনা করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক