আবারও বাড়ল স্বর্ণের দাম
মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা (শাটডাউন)-এর উদ্বেগ ও ডলারের দাম কমে যাওয়ায় শুক্রবার (৭ নভেস্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় বাজারে স্বর্ণের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯৯৭ দশমিক ৪৭ ডলারে দাঁড়িয়েছে। তবে পুরো সপ্তাহ ধরে হিসেব করলে স্বর্ণের দাম ০.১ শতাংশ কমেছে। খবর রয়টার্সের।
স্বর্ণের দাম বাড়ার প্রধান কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডলারের দাম কমে যাওয়ায় অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারের হিসাবে স্বর্ণের দাম কম মনে হচ্ছে, ফলে চাহিদা বাড়ছে।
অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) শেয়ারের উত্থান কতদিন টিকবে, তা নিয়ে বিনিয়োগকারীরা চিন্তিত থাকায় প্রযুক্তি-ভারি স্টক মার্কেটগুলো সাত মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের দিকে এগোচ্ছে।
কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, সাম্প্রতিক দামের ওঠানামা ইঙ্গিত দিচ্ছে যে স্বর্ণ ও রূপার দাম এবার সর্বনিম্ন বিন্দু তৈরি করছে। অনিশ্চয়তার সময় স্বর্ণ নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয় ও কম সুদের হারের পরিবেশে এটি লাভজনক হয়।
মার্কিন সরকার শাটডাউনের কারণে সাধারণত প্রকাশিত মাসিক চাকরির রিপোর্ট দিতে দেরি করছে। তাই ব্যবসায়ীরা এই বছর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বোঝার জন্য বেসরকারি খাতের তথ্যের দিকে ঝুঁকছেন।
কমার্জব্যাংক জানিয়েছে, বাণিজ্য নীতির উত্তেজনা কিছুটা কমলেও, দ্বন্দ্বগুলো কোনোভাবেই সমাধান হয়নি। তাই নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের চাহিদা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, স্পট সিলভারের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৮ দশমিক ৩০ ডলারে, প্ল্যাটিনামের দাম ০.৩ শতাংশ বেড়ে ১ হাজার ৫৪৫ দশমিক ৬১ ডলারে ও প্যালাডিয়ামের দাম ০.৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮৫ ডলারে দাঁড়িয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক