ট্রাম্প-শি দ্বিপাক্ষিক বৈঠক শুরু
চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির সম্ভাবনার ইঙ্গিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় দক্ষিণ কোরিয়ার বুসান শহরে দুই নেতা মিলিত হন। এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি হতে পারে। খবর বিবিসির।
এই চুক্তিতে আজই চুক্তিতে স্বাক্ষরের আশা করছেন কিনা- সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, ‘হতে পারে। আমাদের সবার মধ্যে একটি দুর্দান্ত বোঝাপড়া রয়েছে।’
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বেশ টানাপড়েন চলছে। আজকের বৈঠকে যেসব মূল বিষয় আলোচনার টেবিলে রয়েছে তার মধ্যে অন্যতম হলো- এনভিডিয়ার উন্নত কম্পিউটিং চিপে চীনের প্রবেশাধিকার সীমিত করে মার্কিন প্রযুক্তিগত নিয়ন্ত্রণ এবং এর জবাবে চীনা ‘বিরল মৃত্তিকা খনিজ’ রপ্তানির ওপর চীনের কঠোর নিয়ন্ত্রণ। এছাড়া চীনা মালিকানাধীন অ্যাপ টিকটকের মার্কিন কার্যক্রমের ভাগ্যও আজ নির্ধারিত হতে পারে।বৈঠকের আগে প্রেসিডেন্ট শি জিনপিং নিজেদের বৈশ্বিক দায়িত্ব নিয়ে কথা বলেন। তিনি বলেন, বিশ্ব যখন কঠিন সমস্যার সম্মুখীন, তখন চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই যৌথভাবে দায়িত্ব বহন করতে পারে। তিনি দুই দেশ এবং সমগ্র বিশ্বের ভালোর জন্য একসঙ্গে কাজ করে ‘আরও দুর্দান্ত এবং সুনির্দিষ্ট কিছু অর্জন’ করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।
শি জিনপিং আঞ্চলিক স্থিতিশীলতা আনয়নে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন। তিনি সম্প্রতি গাজা যুদ্ধবিরতি চুক্তির সফল সমাপ্তিতে মার্কিন প্রেসিডেন্টের ‘বিরাট অবদানের’ কথা উল্লেখ করেন। এছাড়া তিনি কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত শান্তি ঘোষণাপত্রে ট্রাম্পের অবদান এবং চীনের নিজস্ব উপায়ে সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করার বিষয়টি উল্লেখ করেন।
বৈঠক কক্ষ থেকে সাংবাদিকরা বের হওয়ার পর ট্রাম্প এবং শি জিনপিংয়ের এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক রুদ্ধদ্বার বৈঠক অব্যাহত রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক