চীনের ১০ শতাংশ ‘ফেন্টানিল শুল্ক’ কমানোর ঘোষণা ট্রাম্পের
চীনের ওপর আরোপিত ফেন্টানিল-সম্পর্কিত শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দুই দেশের মধ্যে ‘বিরল মৃত্তিকা খনিজ’ নিয়ে চলমান বিরোধ নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চ-পর্যায়ের আলোচনা শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের একথা জানান ট্রাম্প। খবর বিবিসির।
বিরল মৃত্তিকার বাণিজ্য নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে চরম উত্তেজনা বিরাজ করছিল, কারণ গুরুত্বপূর্ণ এই খনিজ প্রক্রিয়াজাতকরণে চীনের প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে। চীন সম্প্রতি এই খনিজের রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করেছিল।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, বিরল মৃত্তিকার (সমস্যা) সমাধান হয়ে গেছে। চীন থেকে এখন আর কোনো বাধা নেই। তবে এই নিষ্পত্তির বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।
রুদ্ধদ্বার বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংকে ‘একজন মহান নেতা’ হিসেবে অভিহিত করে বলেন, ‘এটা ছিল একটি অসাধারণ বৈঠক।’
ট্রাম্প বলেন, আমরা বহু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা অল্পক্ষণের মধ্যেই সেগুলো আপনাদের হাতে তুলে দেব।
এই বৈঠকের রেটিং ১ থেকে ১০-এর মধ্যে কত, জানতে চাইলে ট্রাম্প একে ১০ এর মধ্যে ১২ রেটিং দেন এবং বৈঠককে ‘বিরাট সাফল্য’ বলে মন্তব্য করেন।
ট্রাম্প ঘোষণা করেন, তিনি আগামী বছরের এপ্রিলে চীন সফর করবেন। শি জিনপিংও এরপর কোনো একসময় যুক্তরাষ্ট্র সফরে যাবেন, সম্ভবত ওয়াশিংটন ডিসি অথবা ফ্লোরিডার পাম বিচে।

                  
                                                  এনটিভি অনলাইন ডেস্ক