সংঘর্ষ বন্ধে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, ফের আলোচনার সিদ্ধান্ত
নিজেদের মধ্যে চলমান সীমান্ত সংঘাত বন্ধে সম্মত হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। একই সঙ্গে, আগামী ৬ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে পুনরায় শান্তি আলোচনা শুরু করবে দুই দেশ। উভয় পক্ষের এই উচ্চ-পর্যায়ের বৈঠক না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বজায় রাখবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপির।
তুরস্ক ও কাতার যৌথভাবে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে মধ্যস্থতা করছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সকল পক্ষ যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি বাস্তবায়নের পদ্ধতি ও প্রক্রিয়াগুলোর বিষয়ে ৬ নভেম্বর ইস্তাম্বুলে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সামরিক সংঘাত তীব্র আকার ধারণ কলে। এরপর সোমবার (২৭ অক্টোবর) ইস্তাম্বুলে দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আলোচনা শুরু হলেও পরে তা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছিল ইসলামাবাদ। এবার নতুন করে ৬ নভেম্বর আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আশা দেখা যাচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক