ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি যুবরাজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি আরবের কার্যত শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আগামী (নভেম্বর) মাসে তিন দিনের সফরে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন তিনি। খবর এএফপির।
যুক্তরাষ্ট্র সরকারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ক্রাউন প্রিন্স আগামী ১৭ নভেম্বর আসবেন ও পরের দিন ১৮ নভেম্বর ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।
২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর এটিই হবে ৪০ বছর বয়সী যুবরাজের প্রথম মার্কিন সফর। ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিন পরেই এই সফরের ঘোষণা এলো।
সৌদি আরব বর্তমানে একটি নতুন মার্কিন নিরাপত্তা চুক্তির আশা করছে। যদিও ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা চলছিল, রিয়াদ তা স্থগিত করে জোর দিয়েছে যে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

সামরিক সুরক্ষার বিনিময়ে সৌদি তেলের মজুদে বিশেষাধিকারের ভিত্তিতে কয়েক দশক ধরে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।