ইসরায়েলে নতুন করে হামলার ঘোষণা ইরানের
ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি এলাকা পরিদর্শন করছে ইসরায়েলি জরুরি পরিষেবা কর্মীরা। ছবি : এএফপি
ইরানের বিপ্লবী গার্ড ইসরায়েলের দিকে ‘আরও শক্তিশালী’ নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘোষণা দিয়েছে। সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, এটি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক পদক্ষেপের একটি নতুন ধাপ। খবর আল-জাজিরার।
আইআরএনএ-এর প্রতিবেদনে সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার কেওমারস হেইদারিকে উদ্ধৃত করে বলা হয়েছে, নতুন ও উন্নত অস্ত্রসহ সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর স্থলবাহিনী কর্তৃক ভয়াবহ আক্রমণের একটি নতুন ধারা শুরু হয়েছে। এটি আগামী কয়েক ঘণ্টায় তীব্রতর হবে।
এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইরানের এই নতুন ঘোষণা সংঘাতের তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক