ইউক্রেনে ‘শরণার্থী’ বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮
হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর। ছবি : রয়টার্স
ইউক্রেনের স্লোভাকিয়ার পূর্বাঞ্চলে ‘শরণার্থী’ বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সাত আফগান অভিবাসীসহ আটজন নিহত হয়েছে। এমআই-২ নামের হেলিকপ্টারটি স্লোভাক-ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। চলতি সপ্তাহের গোড়ার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।
আজ শনিবার ইউক্রেনের রাজধানী ব্রাতিসলাভায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইভান নেতিক সংবাদমাধ্যমকে জানান, যে সাত আফগান ‘শরণার্থী’ নিহত হয়েছে তাদের মধ্যে পাঁচ পুরুষ ও দুই নারী রয়েছে। অপরজন ইউক্রেনের পাইলট। মঙ্গলবার রাতে বা বুধবার এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার ইউক্রেনের বর্ডার গার্ড জানায়, ‘অবৈধ অভিবাসী পাচারের কাজে হেলিকপ্টারটি ব্যবহার করা হতো বলে মনে করা হচ্ছে।’

অনলাইন ডেস্ক