৯৪ বছর বয়সে সাইকেল চালিয়ে আলোচনায় মাহাথির
মালয়েশিয়ার চলমান রাজনৈতিক সংকট সত্ত্বেও যথারীতি স্বাস্থ্য সচেতনতা চালিয়ে যাচ্ছেন আধুনিক মালয়েশিয়ার জনক ডা. মাহাথির মোহাম্মদ।
সাবেক এই রাষ্ট্রনায়ক সাধারণ সাইক্লিস্টদের সঙ্গে বেশ সমানতালে সাইকেল চালিয়ে যাওয়ার কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন। সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় সেগুলো।
গত শনিবার সাতসকালে মালয়েশিয়ার পুত্রজায়ায় সাইকেল চালিয়ে স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত ব্যায়াম করছেন বলে ফেসবুক পেজে জানান মাহাথির। তাঁর ওই পোস্টে এক ঘণ্টায় প্রায় সাড়ে চার হাজারের বেশি কমেন্ট ও ৮১ হাজারের বেশি রিয়েক্ট হয়।
দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পর গত ২৪ ফেব্রুয়ারি হঠাৎ পদত্যাগ করেন ডা. মাহাথির মোহাম্মদ। পরে মালয়েশিয়ার রাজা মাহাথিরের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া