ভেনেজুয়েলা উপকূলে আরেকটি তেলবাহী ট্যাঙ্কার আটক করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার উপকূলে শনিবার (২০ ডিসেম্বর) আরও একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ভেনেজুয়েলা সরকারের বিরুদ্ধে ওয়াশিংটনের চাপ প্রয়োগের সর্বশেষ এই পদক্ষেপকে কারাকাস (ভেনেজুয়েলা সরকার) ‘চুরি ও অপহরণ’ হিসেবে অভিহিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপির।
গত দুই সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন বাহিনী এই অঞ্চলে কোনো তেল ট্যাঙ্কার আটকের ঘটনা ঘটাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় যাতায়াত করা ‘নিষেধাজ্ঞা পাওয়া তেলবাহী জাহাজের’ ওপর অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পরপরই এসব ঘটনা ঘটছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘আজ ২০ ডিসেম্বর ভোরে এক মার্কিন অভিযানে কোস্ট গার্ড দেশের যুদ্ধবিভাগের সহায়তায় একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে। ট্যাঙ্কারটি ভেনেজুয়েলায় নোঙর করা ছিল।’ এই পোস্টটির সঙ্গে ট্যাঙ্কারের ডেকের ওপর একটি হেলিকপ্টার চক্কর দিচ্ছে এরকম ফুটেজসহ আট মিনিটের একটি ভিডিও যুক্ত করা করা হয়েছে।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে এপস্টেইন ফাইল প্রকাশ শুরু, উন্মোচিত হচ্ছে গোপন নথি ও ছবি
ক্রিস্টি নোয়েম আরও বলেন, ‘এই অঞ্চলে মাদক সন্ত্রাসবাদের অর্থায়নের লক্ষ্যে ব্যবহৃত নিষিদ্ধ তেল সরবরাহ কাজ রুখে দিতে যুক্তরাষ্ট্র তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। আমরা তোমাদের খুঁজে বের করব এবং থামিয়ে দেব।’
অন্যদিকে, কারাকাস তেল ট্যাঙ্কার আটকের এই ঘটনাকে ‘চুরি ও অপহরণ’ হিসেবে উল্লেখ করে বলেছে, এই ন্যাক্কারজনক ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ‘অপরাধমূলক’ আচরণের জন্য বিচারের মুখোমুখি হতে হবে এবং জবাবদিহি করতে হবে ইতিহাসের কাঠগড়ায়।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক পোস্টে জাহাজটিকে ‘সেঞ্চুরিস’ নামে শনাক্ত করা হয়েছে। এতে বলা হয়, ট্যাঙ্কারটি মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল বহন করছে বলে সন্দেহ করা হচ্ছে।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের ডিভি লটারি স্থগিতের ঘোষণা
তেল চালান ও মজুত বিষয়ক পর্যবেক্ষণকারী অনলাইন পরিষেবা ‘ট্যাঙ্কারট্র্যাকার্সের’ তথ্য অনুসারে, ‘সেঞ্চুরিস’ চীনের মালিকানাধীন ও পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার। প্রতিষ্ঠানটি জানায়, চলতি মাসের শুরুর দিকে জাহাজটি ভেনেজুয়েলার একটি বন্দর থেকে ১৮ লাখ অপরিশোধিত তেল বোঝাই করে এবং গত ১৮ ডিসেম্বর তা দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চল ছেড়ে আসে।
এর আগে গত ১০ ডিসেম্বর মার্কিন বাহিনী ভেনেজুয়েলার উপকূল থেকে একটি বড় আকারের তেলবাহী ট্যাঙ্কার আটক করেছিল। সে সময় মার্কিন অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, ভেনেজুয়েলা থেকে ইরানের উদ্দেশে ছেড়ে যাওয়া জাহাজটি নিষেধাজ্ঞা পাওয়া তেল বহন করছিল।
গত কয়েক মাস ধরে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বেশ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকার মাদক পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এই সমর আয়োজন করছে বলে জানায় ওয়াশিংটন। তবে বিশেষভাবে ভেনেজুয়েলোকে কেন্দ্র করে এসব অভিযান চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক