লড়াই শেষ না হওয়া পর্যন্ত পাশে আছি : কিয়েভে ন্যান্সি পেলোসি
ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তাঁর এ সফরের খবর নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর ইয়াহু নিউজের।
কিয়েভ সফরে ন্যান্সি পেলোসির সঙ্গে ছিলেন মার্কিন প্রতিনিধি জেসন ক্রো, জিম ম্যাকগর্ভন এবং অ্যাডম শিফ। পেলোসির সঙ্গে বৈঠকের ভিডিও শেয়ার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাঁর সফরকালে কঠোর নিরাপত্তা লক্ষ্য করা যায় কিয়েভে।
ভিডিও বার্তায় পেলোসি বলেন, ‘স্বাধীনতার জন্য লড়াইয়ে আপনাকে ধন্যবাদ জানাতে এবং আপনাকে দেখতে এসেছি আমরা। লড়াই শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনার পাশে থাকব।’
ন্যান্সি পেলোসির এ সফরের কিছু দিন আগেই কিয়েভে পরিদর্শনে আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন ব্লিনকেন।
এ ছাড়া শনিবার ইউক্রেন সফর করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। দেশটির লিভিভ শহরে যান তিনি। রুশ বাহিনীর হামলায় ঘরবাড়ি হারিয়ে লিভিভের একটি রেলস্টেশনে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে দেখা করেন জোলি।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু থেকেই এ যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ওয়াশিংটন। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে আধুনিক অস্ত্র দিয়ে সহায়তা করছে জো বাইডেন প্রশাসন।

এনটিভি অনলাইন ডেস্ক