রুশ হামলা জোরদার, ইউক্রেনের দনবাস ছেড়ে পালাচ্ছে মানুষ
ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে রুশ হামলা জোরদার করায় ওইসব এলাকা ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ।
দনবাস থেকে পালানোর চেষ্টায় থাকা মানুষজন দিনের পর দিন উত্তরের ক্রামাতোরস্ক কেন্দ্রীয় স্টেশনে ভিড় জমাচ্ছে। অনেকেই পেছনে ফেলে যাওয়া প্রিয়জনদের বিদায় জানাচ্ছেন।
ওদিকে, পূর্বাঞ্চলের লুহানস্ক অঞ্চল থেকে মানুষজনকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে ইউক্রেন কর্তৃপক্ষ। রুশ বাহিনী পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের নগরীগুলোতে অবিরাম বোমাবর্ষণ করে যাচ্ছে।
তা ছাড়া, অন্যান্য অনেক জায়গার নিশানায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভে রাতভর তুমুল গোলাবর্ষণ হয়েছে। লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চলেও আরও গোলা হামলা হচ্ছে।
সামনের দিনগুলোতে সেখানে লড়াই আরও জোরদার হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
ইউক্রেনের শসস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মতে, রাশিয়া ইউক্রেনের সেনা অবস্থানগুলোসহ পূর্বাঞ্চলের লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চলের বরিভস্ক, নোভোলুহান্সকে, সোলোদকে, মারিঙ্কা ও জোলোটা নিভার বেসামরিক অবকাঠামোকে হামলার নিশানা করেছে।
রুশ বাহিনী পুরো দনবাস নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ইউক্রেন বাহিনীকে ঘিরে ফেলার চেষ্টা করছে। দোনেৎস্ক এবং লুহানস্ক নিয়ে এই অঞ্চল গঠিত।
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে লড়াইয়ে সুবিধা করে উঠতে না পেরে রুশ বাহিনী এখন পূর্ব ইউক্রেনে মনোনিবেশ করেছে। দনবাসে রাশিয়ার এই অভিযান দীর্ঘ সংঘাতে রূপ নিতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক