রুশ হামলায় ৫০০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে : ইউক্রেন
ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শিমহাল বলেছেন, রাশিয়ার আগ্রাসনের পর থেকে তাঁর দেশ এখন পর্যন্ত ৫০০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। খবর বিবিসির।
ইউক্রেনের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, রাশিয়াকে যুদ্ধের পর ইউক্রেনের পুনর্গঠনের জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
তবে, যুদ্ধে যদি ইউক্রেন জয়লাভ করে, তাহলে ঠিক কীভাবে রাশিয়ার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা যেতে পারে, সে বিষয়ে কিছু না জানাননি শমিহাল। তবে, তিনি বিদেশে রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা উল্লেখ করেছেন। ইউক্রেন তার মিত্রদের কাছেও আর্থিক সহযোগিতা চাইবে বলে জানান তিনি।
মঙ্গলবার তিন প্রতিবেশী দেশ—চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা জানান ইউক্রেনের প্রধানমন্ত্রী।
ইউক্রেনে রাশিয়ার হামলার ২০তম দিনে রাজধানী কিয়েভের অধিবাসীরা ৩৫ ঘণ্টার কারফিউতে ছিলেন। এর মধ্যেই ট্রেনে কিয়েভ গেছেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা। ইউরোপীয় ইউনিয়নের দিক থেকে নিরাপত্তা ঝুঁকির সতর্কবাণী সত্ত্বেও তিন প্রধানমন্ত্রীর এ সফরের উদ্যোক্তা ছিল পোল্যান্ড।

এনটিভি অনলাইন ডেস্ক