রাশিয়ার জ্বালানিতে চড়া মূল্য দিচ্ছে ইউরোপ
আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে যে পরিমাণ সহায়তা দিয়েছে তার চেয়ে ৩৫ গুণ বেশি অর্থ রাশিয়াকে জ্বালানির মূল্য বাবদ দৈনিক পরিশোধ করছে। একটি গবেষণা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার জীবাশ্ম জ্বালানির পেছনে ৩৯ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। গত মাসে ইইউর এক কূটনীতিক জানান, জ্বালানির মূল্য পরিশোধ বাবদ ইউরোপ দৈনিক এক বিলিয়ন ইউরো অর্থাৎ ৪৮০ মিলিয়ন মার্কিন ডলার রাশিয়ায় পাঠাচ্ছে ইউরোপ।
ব্রাসেলসে যখন ইউরোপের দেশগুলোর নেতারা রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে আনা এবং রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে একাট্টা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনায় বসেছেন। এমন সময় এই তথ্য জানাল হেলসিংকিভিত্তিক সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার।
রাশিয়ার জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা নিয়ে বেশ উদ্বিগ্ন ইউরোপের নেতারা। জ্বালানি বাবদ ইউরোপের দেওয়া অর্থ থেকে ইউক্রেন আগ্রাসনের ব্যয়ভার মেটাতেও বেশ শক্তি পাচ্ছে রাশিয়া। কারণ রাশিয়ার সরকার তেল ও গ্যাসের ওপর ধার্য করা কর থেকে বিপুল অর্থ আয় করে থাকে।
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য মতে, ২০২১ সালে রাশিয়ার বাজেটের প্রায় ৪৫ শতাংশ এসেছিল তেল ও গ্যাসের রাজস্ব থেকে।

এনটিভি অনলাইন ডেস্ক