ওমিক্রন সতর্কতায় সাত হাজারের বেশি ফ্লাইট বাতিল
নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের প্রকোপের মধ্যে বিশ্বব্যাপী ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বড়দিনের ছুটিতে বিশ্বব্যাপী সাত হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার ডটকমের বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফনিউজ এ তথ্য জানায়।
ডেলটা ভ্যারিয়্যান্টের ঢেউয়ের সর্বোচ্চ সময়ের তুলনায় এখন যুক্তরাষ্ট্রে ওমিক্রনের সংক্রমণ সংখ্যা বেশি হয়ে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
গতকাল রোববার ফ্লাইটঅ্যাওয়ার ডটকম জানায়, ক্রিসমাসের ছুটি উপলক্ষ্যে লাখ লাখ মানুষের ভ্রমণ পরিকল্পনা ভেস্তে গেছে। বিশ্বব্যাপী সাত হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে, আর করোনা সতর্কতার কারণে দেরিতে ছেড়েছে চার হাজারের বেশি ফ্লাইট।
শুধু গতকাল রোববারই দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানায় ফ্লাইটঅ্যাওয়ার।
বড়দিনের ছুটির এ ব্যস্ততম সময়ে ক্রু এবং পরিচালনায় নিযুক্ত কর্মীদের অসুস্থ হয়ে পড়া এবং অনবরত কোয়ারেন্টিনে পাঠাতে হচ্ছে। ফলে লুফথানসা, ডেলটা, ইউনাইটেড এয়ারলাইনস, জেটব্লু, আলাস্কা এয়ারলাইনসসহ অন্যান্য বহু উড়োজাহাজ কোম্পানি ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কোম্পানি ইউনাইটেড এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্রজুড়ে ওমিক্রন বেড়ে যাওয়ায় এ সপ্তাহে আমাদের ক্রু এবং ফ্লাইট পরিচালনায় নিযুক্ত কর্মীদের ওপর সরাসরি প্রভাব পড়েছে।’

এনটিভি অনলাইন ডেস্ক