ইতালিতে জাহাজডুবি, ৩৩ অভিবাসন প্রত্যাশী নিহত
ইতালির পূর্ব উপকূলে জাহাডুবিতে অন্তত ৩৩ অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার হয়েছে ৪০ জন। ইতালির সংবাদ সংস্থা এএনএসএর বরাতে আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থাটি জানায়, ইতালির পূর্বাঞ্চলীয় ক্যালাব্রিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের ওই জাহাজটি ডুবে যায়। এএনএসএ বলছে, ক্রোটন প্রদেশের সমুদ্র তীরবর্তী স্টেকাতো ডি কুট্রোর রিসোর্টের আশপাশ থেকে ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকটি মরদেহ সমুদ্র তীরবর্তী এলাকায় ভাসছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ইতালির ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘জাহাজডুবিতে বেশ কয়েকজন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে। সাঁতরিয়ে উপকূলে পৌঁছেছে ৪০ জন। ডুবে যাওয়া জাহাজটি বর্তমানে উপকূলের খুব কাছে রয়েছে।’
ডুবে যাওয়া জাহাজটিতে নারী ও শিশুসহ একশরও বেশি অভিবাসন প্রত্যাশী ছিল বলে জানিয়েছে ইতালির বেশ কয়েকটি গণমাধ্যম। তারা বলছে, ইরান, পাকিস্তান ও আফগানিস্তানের অভিবাসন প্রত্যাশীরা জাহাজটিতে ছিল। বৈরি আবহাওয়ায় পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে এটি ডুবে যায়।
রয়টার্স বলছে, ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে ঢুকে বেশিরভাগ অভিবাসন প্রত্যাশী। আর ইতালির পূর্ব উপকূল তাদের অন্যতম ল্যান্ডিং পয়েন্ট। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য মতে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরের রুটটি দিয়ে ইউরোপে প্রবেশকালে ২০ হাজার ৩৩৩ জন অভিবাসন প্রত্যাশী মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক