প্লে-অফের আগে বড় চমক সিলেট টাইটান্সের
বিপিএলের প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে চার দল। সেই তালিকায় নাম আছে সিলেট টাইটান্সেরও। টুর্নামেন্টের শুরুর দিকে দলটির উপদেষ্টা ফাহিম আল চৌধুরী বলেছিলেন, সিলেট প্লে-অফে গেলে বড় চমক দেবেন। সেই কথা রাখলেন তিনি।
আজ রোববার (১৮ জানুয়ারি) সেই বড় চমকের ঘোষণা দিলেন ফাহিম আল চৌধুরী। ইতোমধ্যে সিলেট দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ পেসার ক্রিস ওকস। আজ দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে এই ইংলিশ পেসারকে।
এর মাঝেই নতুন ঘোষণা দিলেন ফাহিম আল চৌধুরী। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এবার ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার স্যাম বিলিংসকে দলে ভেড়ানোর কথা জানিয়েছেন তিনি। প্লে-অফের আগেই দলের সঙ্গে যোগ দেবেন বিলিংস।
গ্রুপ পর্বে নিজেদের ১০টি ম্যাচের সবগুলোই খেলা হয়ে গেছে সিলেট টাইটান্সের। এর মধ্যে সমান পাঁচটি করে জয় আর পরাজয় তাদের। ১০ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত আছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। তবে রংপুর রাইডার্স আজ নোয়াখালী এক্সপ্রেসকে হারালে সিলেট চলে যাবে চার নম্বরে।

স্পোর্টস ডেস্ক