বিশ্বকাপের মূল ট্রফি এখন ঢাকায়
অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে এলো ফিফা বিশ্বকাপের ট্রফি। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে এসেছে ট্রফিটি। এই নিয়ে চতুর্থবার বাংলাদেশে এসেছে বিশ্বকাপের সোনালি গোলক। এর আগে ২০০২, ২০১৩ ও ২০২২ সালে বাংলাদেশে আসে এই ট্রফি।
ট্রফি ট্যুরের অংশ হতে আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় হযরত শাহজালাল বিমানবন্দরে নেমেছে ট্রফিটি। সেখান থেকে দুপুর দেড়টায় ট্রফিটি রাখা হবে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে। সন্ধ্যা পর্যন্ত সেখানে থেকে তারপর আবার দেশ ছাড়বে এটি।
তবে এই ঐতিহাসিক ট্রফি সবাই সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন না। কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশ নেয়া নির্বাচিত কিছু ব্যক্তি ট্রফিটি দেখার এবং এর সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।
গত ৩ জানুয়ারি সৌদি আরবের রিয়াদ থেকে শুরু হয় বিশ্বকাপ ট্রফির এবারের ভ্রমণ। বিশ্বকাপের আগে অন্তত ৩০টি দেশের ৭৫টি শহরে ঘুরবে ট্রফিটি। কোকাকোলার দাবি ২০ বছর ধরে বিশ্বের প্রায় ৪০ লাখ সমর্থকের সামনে এই ট্রফিটি নিয়ে গেছে তারা। ঢাকা থেকে ট্রফিটির পরবর্তী গন্তব্য দক্ষিণ কোরিয়া।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী জুন থেকে শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। ইতোমধ্যে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বসবে ফুটবলের মহাযজ্ঞ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ফুটবলের পরিধি আরও বাড়ানোর যে স্বপ্ন, সেটি আলোর মুখ দেখবে ২০২৬ বিশ্বকাপে।
১৯৩০ সালে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ। সেই বিশ্বকাপের ট্রফির নাম ছিল ‘ভিক্টোরি।’ ‘ভিক্টোরি’ থেকে ‘জুলে রিমে ট্রফি’ হয়ে আরাধ্য শিরোপার আজকের নাম ‘বিশ্বকাপ ট্রফি।’

ক্রীড়া প্রতিবেদক