বিশ্বকাপের আগে ফিফা থেকে সুখবর টিকটকারদের
চলতি বছর অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। তেমনই একটি প্ল্যাটফর্ম টিকটক। বিশ্বকাপ শুরুর ছয় মাস আগে ফিফা থেকে সুখবর পেলেন টিকটকাররা।
টিকটককে বিশ্বকাপের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে ‘প্রেফার্ড ভিডিও প্ল্যাটফর্ম’ ঘোষণা করেছে ফিফা। ফিফা জানিয়েছে, টিকটকে কনটেন্ট ক্রিয়েটরদের বড় একটা অংশ ফিফার আর্কাইভ ফুটেজ ব্যবহার করে কনটেন্ট তৈরি করতে পারবে। শুধু তা-ই নয়। বিশ্বকাপে টিকটকের কনটেন্ট ক্রিয়েটররা পাবে বিশেষ সুবিধা ও প্রবেশাধিকার।
ফিফার তথ্য অনুযায়ী, সম্প্রচার স্বত্ব থাকা প্রতিষ্ঠানগুলো টিকটকের নির্দিষ্ট হাবের মাধ্যমে ১০৪টি ম্যাচের নির্বাচিত অংশ লাইভস্ট্রিম করতে পারবে। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বাছাই করা ভক্তদের জন্য টিকটক ইন অ্যাপের পক্ষ থেকে থাকবে কাস্টম স্টিকার, ফিল্টার্স ও গেমিফিকেশন ফিচারস। যা টিকটকাদের জন্য বিশাল সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করছে।
ফুটবল বিশ্বকাপের জন্য ভক্তদের অপেক্ষা থাকে চার বছর ধরে। কত স্মৃতিচারণ, ক্ষণগণনা, ছক কষাকষি! চার বছর পর আবারও বসতে চলেছে বিশ্বকাপের আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী জুন থেকে শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর।
আসন্ন বিশ্বকাপটি ভক্তদের কাছে আরও একটি কারণে বিশেষ। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি থামবেন থামবেন করেও থামেননি। তাদের মন-মনন জুড়ে ফুটবল। তবু, শরীরের সায় পাওয়া দায়। একজন ৪০ পার করেছেন। বিশ্বকাপ চলাকালীন রোনালদোর বয়স হবে ৪১, মেসির ৩৯। পরের বিশ্বকাপে দুজনকে দেখা যাবে, এমনটি বলা প্রায় শতভাগ অসম্ভব। তাই, এবারই শেষবারের মতো শ্রেষ্ঠত্বের মঞ্চে দেখা যাবে দুজনকে।

স্পোর্টস ডেস্ক