আইসিসিকে আবারও চিঠি দিল বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম চিঠি প্রত্যাখান করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাফ জানিয়ে দিয়েছিল, ভারতেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। তবে, বিসিবিও অনড় নিজ অবস্থানে। ভারতে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থ। আইসিসিকে ফের চিঠি দিয়েছে তারা।
বিসিবি সূত্রে জানা যায়, রোববার (৮ জানুয়ারি) রাতে আইসিসিকে দ্বিতীয় চিঠি ই-মেইল করেছে বোর্ড। চিঠিতে ভেন্যু বদলে শ্রীলঙ্কায় নেওয়ার কথা আবারও জানানো হয়। নিরাপত্তা শঙ্কার কথা জোরালোভাবে তুলে ধরা হয়।
বিসিবির প্রথম চিঠির জবাবে আইসিসি জানিয়েছিল, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বিসিবির উত্থাপিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এবং সমাধানের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা প্রস্তুত।
আইসিসি আরও আশ্বস্ত করেছে যে, টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনার সময় বিসিবির মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।
এর প্রেক্ষিতে বিসিবি বলেছিল, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে। আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ দলের নির্বিঘ্ন ও সফল অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিবি আইসিসি ও সংশ্লিষ্ট আয়োজকদের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আলোচনায় যুক্ত থাকবে, যাতে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যায়।’

স্পোর্টস ডেস্ক