ঢাকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল সিলেট
আগের ম্যাচে হারের ক্ষত শুকাতে মাঠে নেমেছে সিলেট টাইটান্স। বিপিএলে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে তারা। ঘরের মাঠে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সিলেটের ব্যাটাররা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তোলে দলটি।
উদ্বোধনী জুটিতে ভালো শুরু এনে দেন পারভেজ হোসেন ইমন ও তৌফিক খান। দলীয় ৪৮ রানে ভাঙে জুটি। ২১ বলে ১৭ করে নাসির হোসেনের শিকার হন তৌফিক। সাইফ হাসানকে উইকেট দেওয়ার আগে ২৪ বলে ৩২ করেন ইমন। ২৯ বলে ৩৮ রান আসে আরিফুল ইসলামের ব্যাট থেকে।
সিলেটের রান ১৮০ ছোঁয়ার পেছনে বড় ভূমিকা রাখেন আজমতউল্লাহ ওমরজাই ও মঈন আলী। ২৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেন ওমরজাই। ৮ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ২৮ রানের ক্যামিও আসে মঈনের ব্যাট থেকে। তাতেই চ্যালেঞ্জিং স্কোর গড়ে সিলেট। ৪ বলে এক ছক্কায় ইথান ব্রুকস অপরাজিত থাকেন ৯ রানে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এক ছক্কায় ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন।
ঢাকার পক্ষে ৩৫ রানে ৩ উইকেট নেন জিয়াউর। একটি করে উইকেট পান নাসির, ইমাদ ও সাইফ।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট টাইটান্স : ২০ ওভারে ১৮০/৬ (ইমন ৩২, তৌফিক ১৭, আরিফ ৩৮, আফিফ ৬, ওমরজাই ৩৩, মঈন ২৮, ইথান ৯*, মিরাজ ৭*; ইমাদ ৪-০-২০-১, তাসকিন ৩-০-৩৯-০, সাইফউদ্দিন ৩-০-২৮-০, জিয়াউর ৪-০-৩৫-৩, নাসির ৪-১-৩৫-১, সাইফ ২-০-১৬-১)

স্পোর্টস ডেস্ক