মুস্তাফিজ ইস্যুতে বিসিবির জরুরি বৈঠক
মুস্তাফিজুর রহমানকে খেলতে দেওয়া হবে না আসন্ন আইপিএলে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই সিদ্ধান্তের পর ঝড় উঠেছে দেশের ক্রিকেটাঙ্গনে। আগামী ফেব্রুয়ারিতে ভারতে বসবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। মুস্তাফিজ ইস্যু ও বিশ্বকাপে বাংলাদেশের দল পাঠানো নিয়ে আজ শনিবার (৩ জানুয়ারি) রাত ৯টায় জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মুস্তাফিজ আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বোর্ডের নির্দেশনা মেনে মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স।
গত কয়েকদিন ধরেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিল ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতারা।
এর আগে মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে শাহরুখ খানের কাছে অনুরোধ জানিয়েছিলেন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম। টাইগার পেসারকে হুমকিও দিয়ে রেখেছিলেন তিনি।
বিসিসিআইয়ের নির্দেশেই ফিজকে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে কলকাতা তাদের বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে।
এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআরকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

স্পোর্টস ডেস্ক