বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
দরজায় কড়া নাড়ছে যুব বিশ্বকাপ। আগামী ১৫ জানুয়ারি যৌথভাবে জিম্বাবুয়ে আর নামিবিয়ায় বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বৈশ্বিক এই লড়াইয়ের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ শুক্রবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা করে বিসিবি। তামিমের ডেপুটি করা হয়েছে জাওয়াদ আবরারকে।
স্কোয়াডে অবশ্য চমক জাগানো তেমন কিছু নেই। গত বছর দুয়েক যে স্কোয়াড নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে খেলছিল বাংলাদেশ, সেই স্কোয়াডই নিয়েই বিশ্বকাপেও খেলবে যুব টাইগাররা।
তবে দলের কম্বিনেশনের কারণে ১৫ সদস্যের স্কোয়াডের বাইরে থাকতে হয়েছে দেবাশীষ দেবাকে। তবে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে এই স্পিনারকে।
জিম্বাবুয়ে আর নামিবিয়ার কন্ডিশন বিবেচনায় পেসবান্ধব স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ। স্কোয়াডে জায়গা পেয়েছেন চার বিশেষজ্ঞ পেসার। তাদের সঙ্গে আছেন পেস অলরাউন্ডার রিজান হোসেন। এ ছাড়া স্কোয়াডে আছে তিন বিশেষজ্ঞ স্পিনার।
১৬ দলের প্রতিযোগিতায় চারটি গ্রুপে চারটি করে দল আছে। বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ২০ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে যুব টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই দুটি ম্যাচই হবে জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ জানুয়ারি, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। জিম্বাবুয়ের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের স্কোয়াড
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক, জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), কালাম সিদ্দিকী অ্যালিন, রিফাত বেগ, রিজান হোসেন, সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, শাহরিয়ার আল আমিন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ, ইকবাল হোসেন ইমন।
স্ট্যান্ডবাই
আবদুর রহিম, দেবাশীষ সরকার দেবা, রাফি উজ্জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মুজমদার, মোহাম্মদ সবুজ।

স্পোর্টস ডেস্ক