শেষ মুহূর্তে গোল হজম করে হোচট খেল আবাহনী
বাংলাদেশ ফুটবল লিগে আবাহনীর টানা দ্বিতীয় জয় তখন কেবল সময়ের ব্যাপার। কিন্তু ম্যাচের সেই অন্তিম মুহূর্তেই ভুল করে বসল আকাশী-নীল জার্সিধারীরা। সেটির মাসুল দিলো জয় হাতছাড়া করে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পিডব্লিউডির ২-২ গোলে ড্র করেছে আবাহনী। জয় হাতছাড়া করলেও পয়েন্ট টেবিলে তার প্রভাব পড়েনি। সাত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আগের মতোই টেবিলে চতুর্থ স্থানে আছে আবাহনী।
আগের ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে গোল উৎসব করেছি আবাহনী। কিন্তু এদিন মাঠের খেলায় সেই আত্মবিশ্বাস দেখা গেলো না। উল্টো ম্যাচের দশম মিনিটেই গোল হজম করে আকাশী-নীল জার্সিধারীরা। পিডব্লিউডিকে এগিয়ে নেন মিনহাজুল স্বাধীন।
পিছিয়ে থেকেই বিরতিতে যায় আবাহনী। বিরতি থেকে ফিরে ম্যাচে সমতা ফেরায় মারুফুল হকের দল। শেখ মোরসালিনের থ্রু পাসে নিখুঁত চিপ শটে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান আল আমিন।
২০ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল তুলে নিয়ে ম্যাচে লিড নেয় আবাহনী। ৭৪তম মিনিটে এবার আল আমিনের পাস ধরে বক্সের একটু বাইরে থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন মোরসালিন।
ব্যবধান ধরে রেখে জয়ের দিকেই ছুটছিল আবাহনী। নির্ধারিত সময় পার করে অতিরিক্ত সময়েরও শেষ মিনিট, তখনই আবাহনীর এক ডিফেন্ডার বক্সের মধ্যে ভুলে বল দিয়ে দেন পিডব্লিউডির আবু সাঈদের পায়ে। দারুণ ভলিতে সমতা টানেন তিনি।

স্পোর্টস ডেস্ক