অবশেষে চমক নিয়ে হাজির হলো চট্টগ্রাম রয়্যালস
বিপিএলের নিলামের পর অন্যান্য দলগুলো আলোচনায় ছিল বিদেশি খেলোয়াড় দলে ভেড়ানো নিয়ে। তবে ব্যতিক্রম ছিল কেবল চট্টগ্রাম রয়্যালস। নিলামের পর দলটির নাম এসেছে নানা বিতর্কে। সেই বিতর্ক থেকে বেড়িয়ে এসে এবার বিদেশি খেলোয়াড় দলে ভেড়ানোয় মনোযোগ দিল চট্টগ্রাম।
আজ রোববার (১৪ ডিসেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি চুক্তিতে আয়ারল্যান্ডের অলরাউন্ডার পল স্টার্লিংকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে চট্টগ্রাম।
বিপিএলের নিলামেও নাম ছিল স্টার্লিংয়ের। নিলামের আগে বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টিতে বেশ ভালো ফর্মেও ছিলেন। তবুও কোনো ফ্র্যাঞ্চাইজি নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি। এবার সরাসরি চুক্তিতে এই তারকাকে দলে ভেড়াল চট্টগ্রাম।
পল স্টার্লিং এর আগেও বিপিএলে খেলেছেন। গত বছর বিপিএলে সিলেটের জার্সিতে খেলেছেন আইরিশ এই ওপেনার।
অন্যদিকে, একটি দুঃসংবাদও শুনতে হয়েছে চট্টগ্রামকে। নিলাম থেকে দলে ভেড়ানো শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো পেরেরাকে পাবে না দলটি। চোটের কারণে বিপিএল থেকে ছিটকে গেছেন তিনি।
এর আগে নিলামে চমক দেখিয়েছিল চট্টগ্রাম। এবারের নিলামে সবচেয়ে বেশি ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভিড়িয়েছিল মোহাম্মদ নাঈম শেখকে। নিলামে সবচেয়ে বেশি টাকা খরচও করেছিল তারাই।
চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড
সরাসরি চুক্তি : শেখ মেহেদী, তানভীর ইসলাম ও আবরার আহমেদ (পাকিস্তান), পল স্টার্লিং (আয়ারল্যান্ড)।
নিলাম থেকে দেশি : মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, সালমান হোসেন ও জাহিদুজ্জামান খান।
নিলাম থেকে বিদেশি : নিরোসান ডিকওয়েলা (শ্রীলঙ্কা)।

স্পোর্টস ডেস্ক