এবার ঘরের মাঠে পিএসভির কাছে বিধ্বস্ত হলো লিভারপুর
আর্নে স্লটের অধীনে গত মৌসুমটা দারুণ কেটেছিল লিভারপুলের। নতুন মৌসুমে যেন সব বদলে গেছে। কি প্রিমিয়ার লিগ আর কি চ্যাম্পিয়ন্স লিগ--একের পর এক হার দেখছে অলরেডরা। এবার ঘরের মাঠে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হলো লিভারপুর।
বুধবার (২৬ নভেম্বর) দিনগত রাতে অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচের ৯টিতেই পরাজয়ের তেতো স্বাদ পেল লিভারপুল।
আরও পড়ুন : এমবাপ্পের জাদুতে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ
এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে দ্বিতীয় হার দেখল আর্নে স্লটের দল। ৯ পয়েন্টে নিয়ে টেবিলের ১৩ নম্বরে আছে তারা। অন্যদিকে, লিভারপুলকে হারিয়ে পাঁচ ম্যাচে সমান দুই জয়, দুই ড্র এবং এক হারে ৮ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে পিএসভি আইন্দহোভেন।
ঘরের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটে ভুল করে বসে লিভারপুল। বক্সের মধ্যে হাতে বল লাগে ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে জাল খুঁজে নেন ইভান পেরিসি।
এরপর যদিও ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি লিভারপুল। ম্যাচের ১৬তম মিনিটে সমতা ফেরান দমিনিক সোবোসলাই। বক্সের ভেতর থেকে কোডি গাকপোর শট ঠেকান পিএসভির গোলরক্ষক। ফিরতি বল পেয়ে জালে জড়িয়ে দেন সোবোসলাই।
আরও পড়ুন : ঘরের মাঠে লেভারকুসেনের বিপক্ষে হারল সিটি
প্রথমার্ধে আক্রমণ-প্রতি আক্রমণ চললেও গোলের দেখা পায়নি আর কোনো দল। কিন্তু বিরতি থেকে ফিরে পিএসভি দেখায় অন্যরূপ। এ অর্ধে তিন গোল করে স্তব্ধ করে দেয় স্বাগতিকদের গ্যালারিকে।
ম্যাচের ৫৬ মিনিটে আবারও পিএসভিকে এগিয়ে নেন গাস টিল। বক্সের ৩০ গজ দূর থেকে থ্রু বল বাড়ান মাউরো জুনিয়র। গতির ঝলকে পাশে থাকা ডিফেন্ডারকে পেছনে ফেলে প্রথম ছোঁয়াতেই বল জালে জড়িয়ে দেন টিল।
আরও পড়ুন : বার্সাকে হারিয়ে এগিয়ে গেল চেলসি, ঝুঁকিতে কাতালানরা
ম্যাচের ৭৩ মিনিটে ডান পাশ দিয়ে আক্রমণে ওঠে পিএসভি। বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন রিকার্ডো পেপি। দুজনকে কাটিয়ে শটও নিয়েছিলেন তিনি। কিন্তু সেটি ফেরত আসে গোলবারে লেগে। সেই বল পেয়ে যান ফাঁকায় থাকা সোহেইব দ্রিউয়েশ। কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন তিনি।
এরপর যোগ করা সময়ের শেষ মিনিটে আবারও লিভারপুলের জালে বল জড়ান সোহেইব দ্রিউয়েশ। প্রতিআক্রমণে ওঠে বাম পাশ থেকে বক্সের ক্রস বাড়ান সার্জিনিও ডেস্ট। বক্সের মাথায় থেকে বুলেট গতির শটে জাল কাঁপান দ্রিউয়েশ।

স্পোর্টস ডেস্ক