মুশফিককে অভিনন্দন জানালেন ক্রীড়া উপদেষ্টা
এতদিন ভিনদেশি ক্রিকেটারদের শততম টেস্টের গল্প শুনতে হয়েছে। এবার সেই গল্প লিখলেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছেন শততম টেস্ট খেলতে। মুশির এমন সাফল্য ছুঁয়ে যাচ্ছে দেশের ক্রীড়াপ্রেমীদের। সবাই মিলেই করছে উদযাপন। সকালে মাঠে নামার আগে বিসিবির পক্ষ থেকে ছিল বিশেষ আয়োজন।
আজ বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমে মুশফিক সেই উদযাপনের মাত্রা বাড়িয়ে দিচ্ছেন ব্যাট হাতে। শততম টেস্টে সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে আছেন তিনি।
জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকের এমন সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মাঠে উপস্থিত হয়ে মুশফিকের হাতে ক্রেস্টও তুলে দেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘আশা করি মুশফিক ভাইকে অনুসরণ করে আমাদের আরও অনেক খেলোয়াড় শততম টেস্টের মাইলফলক ছোঁবেন। মুশফিক ভাইয়ের সঙ্গে আমাদের চাইল্ডহুড (শৈশব) জড়িত। আমাদের বয়সী যারা আছে, যখন দেখতাম বাংলাদেশের অবস্থা খারাপ, কিন্তু মুশফিক ভাই যখন মাঠে আসতেন, তখন একটু স্বস্তি লাগত, মনে হতো—এবার একটু স্টেবল হবে, এখন একটু রান হবে, মাঠে টিকতে পারব।’
৯৯ রানে অপরাজিত থেকে আজ প্রথম দিন শেষ করেছেন মুশফিক। শেষ ওভারে আশা জাগলেও শেষ পর্যন্ত সেঞ্চুরি ছোঁয়া হয়নি তার, অপেক্ষা বেড়েছে আগামীকালের। এটিকেও ভালো হিসেবেই দেখছেন আসিফ মাহমুদ।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সাসপেন্স থাকা ভালো। আশা করি আগামীকাল সেঞ্চুরিটা হয়ে যাবে এবং শততম টেস্টে সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা মুশফিক ভাইকে দেখা যাচ্ছে। তার খেলা এখনও বাকি আছে। আশা করি শততম টেস্টেই তিনি থামবেন না।’

স্পোর্টস ডেস্ক