পদত্যাগ করলেন বিসিবির পরিচালক ইশতিয়াক সাদেক
ইশতিয়াক সাদেক। ছবি : বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন।
ইশতিয়াক সাদেক বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বোর্ড পরিচালক পদের পাশাপাশি এই বিভাগীয় দায়িত্ব থেকেও তিনি সরে দাঁড়িয়েছেন। তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
এর গত শুক্রবার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ান অডিট কমিটির চেয়ারম্যান ও পরিচালক মোখলেছুর রহমান শামীম।
এর আগে তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আরেক পরিচালক নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

স্পোর্টস ডেস্ক