মুশফিককে ছাড়িয়ে নতুন রেকর্ড লিটনের
দিনের শুরু থেকেই একের পর এক ক্যাচ মিস করছিল বাংলাদেশ। এতে বেশ হতাশই হতে হয়েছিল বোলারদের। তবে উইকেটের পেছনে ব্যতিক্রম ছিলেন লিটন কুমার দাস। দুটো সুযোগ এসেছিল তার কাছে। যেগুলোর পুরোপুরি সদ্ব্যবহার করেছেন তিনি। নাম লিখিয়েছেন নতুন রেকর্ডে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন ছিল। দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান তুলেছে সফরকারীরা।
দিনের ৬৪তম ওভারে হাসান মুরাদের বলে উইকেট ছেড়ে বেড়িয়ে মারতে যান লরকান টাকার। তবে সেটি করতে ব্যর্থ হন টাকার। বল চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। মুহূর্তেই স্ট্যাম্প ভেঙে দেন তিনি। এই স্ট্যাম্পিংয়েই রেকর্ড বইয়ে নাম লেখান লিটন। বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি স্ট্যাম্পিংয়ের মালিক এখন তিনি।
এরপর আরও একটি স্ট্যাম্পিং করেন লিটন। বাংলাদেশের উইকেটকিপার চার ওভার পরেই পেয়ে যান ১৭তম স্ট্যাম্পিং। এবার মেহেদী হাসান মিরাজের বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফিরিয়েছেন লিটন।
বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি মালিক ছিলেন মুশফিকুর রহিম। ১৫টি স্ট্যাম্পিং করেছিলেন তিনি। লিটন অবশ্য গত জুনে শ্রীলঙ্কা সফরেই মুশফিককে ছুঁয়ে ফেলেছিলেন। এবার ১৭টি স্ট্যাম্পিং করে এককভাবে সেই রেকর্ড নিজের করে নিলেন লিটন।
তবে তিন সংস্করণ মিলিয়ে এখনো স্ট্যাম্পিংয়ের রেকর্ডে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে মুশফিকই। তিন সংস্করণ মিলিয়ে ১০১টি স্ট্যাম্পিং করেছেন দেশের অন্যতম সেরা এই উইকেটরক্ষক।
স্ট্যাম্পিংয়ের বিশ্ব রেকর্ডেও নাম আছে মুশফিকুর রহিমের। ১০১ স্ট্যাম্পিং নিয়ে সেই রেকর্ডে চার নম্বরে আছেন মুশি। ১৯৫ স্ট্যাম্পিং করে সবার ওপরে আছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। ১৩৯ স্ট্যাম্পিং নিয়ে দুই নম্বরে আছেন শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা আর ১০১ স্ট্যাম্পিং নিয়ে চার নম্বরে আছেন রমেশ কালুভিতারানাই।
বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে ৪৪ স্ট্যাম্পিং নিয়ে দুই নম্বরে আছেন খালেদ মাসুদ পাইলট। ৩৪টি স্ট্যাম্পিং করে এরপরই আছেন লিটন।
টেস্টে সবচেয়ে বেশি স্ট্যাম্পিংয়ের রেকর্ড বার্ট ওল্ডফিল্ডের। ১৯২০ থেকে ১৯৩৭ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৫৪ টেস্টে ৫২ বার স্ট্যাম্পিং করেছেন ওল্ডফিল্ড।

স্পোর্টস ডেস্ক