আয়ারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ
গত কয়েক মাস ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর দিন দশেক ছুটি পেয়েছিলেন ক্রিকেটাররা। ছুটি শেষে আবারও মাঠে ফিরছেন লিটন দাস-এবাদত হোসেনরা। তবে এবার ফরম্যাটটা ভিন্ন। লম্বা সময় পর আবারও লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেন শান্তর দল। ঘরের মাঠে আতিথ্য দেবে আয়ারল্যান্ডকে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল ১০টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে দেখা যাবে টফি অ্যাপ-এ।
বাংলাদেশের জন্য এই সিরিজটি বিশেষ দুটি কারণে। কারণ সোমবার (১০ নভেম্বর) নিজেদের টেস্ট ইতিহাসের ২৫ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই দিনটিকে বিশেষভাবে রাঙিয়ে রাখতে চাইবেন ক্রিকেটাররা। অন্যদিকে, প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার গৌরব অর্জন করতে যাচ্ছেন মুশফিকুর রহিম।
এ বছর মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার সর্বশেষটি ছিল গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র শুরু করে বাংলাদেশ। তবে লঙ্কা সফরে গিয়ে অবশ্য বাংলাদেশের স্মৃতিটা ভালো হয়নি। প্রথম ম্যাচে ড্র করার পরে হেরেছিল দ্বিতীয় ম্যাচে। ফলে সিরিজ হার দিয়েই শুরু হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা।
এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। সিলেটে অবশ্য সেই লক্ষ্য পূরণ করতে হলে হাল ধরতে হবে ব্যাটারদের। কারণ, সিলেটের উইকেটে বরাবরই ব্যাটারদের জন্য সহায়ক হয়ে থাকে। তবে পেসাররাও বেশ ভালোই আগ্রাসন দেখায় এখানে।
আরও পড়ুনঃ আবারও অধিনায়কত্বে ফেরার কারণ জানালেন শান্ত
সিলেটে বাংলাদেশের সর্বশেষ টেস্ট ম্যাচেও স্মৃতিও অবশ্য মধুর নয়। চলতি বছরের এপ্রিলে কয়েক বছর ধরে জয়হীন থাকা জিম্বাবুয়ের কাছে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে অবশ্য ফুটে ওঠেছিল ব্যাটারদের কাণ্ডজ্ঞানহীন ক্রিকেট খেলা।
তবে আইরিশদের চেয়ে এগিয়ে থেকেই এ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, এর আগে দুই দল মাত্র একটি টেস্টে মুখোমুখি হয়েছিল। ২০২৩ সালে মিরপুরে খেলা সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ৭ উইকেটে।
আরও পড়ুনঃ দল নির্বাচন নিয়ে নতুন পরিকল্পনা জানালেন বুলবুল
তবে বাংলাদেশকে হারাতে মুখিয়ে আছেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। তিনি বলেন, ‘আমরা এখনো টেস্ট জিতিনি এমন দলের বিপক্ষে। এবার জিতে ইতিহাস গড়তে চাই। আগে যে ফলাফল পাওয়া হয়নি এবার তা পেতে চাই। এক্সাইটিং। আমরা এক টেস্টের বেশি খেলি না, এবার খেলছি। এর আগে একবার খেলেছি শ্রীলঙ্কায়। ছেলেদের এই খেলার জন্য প্যাশনের কমতি নেই। কালও সবাই স্কিল দেখাতে মুখিয়ে আছে।’
বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও হাসান মুরাদ।

স্পোর্টস ডেস্ক