ফ্লাইট মিসের পর কখন ঢাকায় ফিরছেন হামজা চৌধুরী
নভেম্বরের ফিফা উইন্ডোতে নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচের জন্য ঘোষণা করা প্রাথমিক স্কোয়াডে আছেন বর্তমানে দেশের ফুটবলের প্রাণভোমরা হামজা চৌধুরী। ইংল্যান্ড থেকে আজ দুপুর ১২ টায় ঢাকায় পা রাখার কথা ছিল তার। তবে সময়মতো বিমানবন্দরে না পৌঁছাতে পারায় পূর্ব নির্ধারিত ফ্লাইট মিস করেছেন এই ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার।
দেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকাকে জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান নিশ্চিত করেছেন, আজ বিকেল ৫টার দিকে দেশে ফিরবেন হামজা।
বাফুফের সূত্র ধরে তারা জানিয়েছে, লেস্টার সিটির মিডফিল্ডার হামজা সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পারায় ঢাকায় ফেরার নির্ধারিত ফ্লাইট ধরতে পারেননি। পরে নিজেই টিকিট কেটে ফ্লাইট ধরেছেন। যে কারণে দেশে ফিরতেও তার কিছুটা সময় দেরি হবে।
আরও পড়ুন: জাতীয় দলে ডাক পেলেন কিউবা মিচেল
চলতি বছরের মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। এ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে পাঁচ ম্যাচ খেলে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন হামজা। জুন ও অক্টোবর উইন্ডোতেও দেশের হয়ে মাঠে নেমেছেন তিনি। এই দুই উইন্ডোতেই তিনি দুপুরে ঢাকায় নেমে বিকেলে অনুশীলন করেছেন।
অন্যদিকে, বাংলাদেশ জাতীয় দলের আরেক প্রবাসী ফুটবলার শমিত সোমের দেশে আসার কথা আগমীকাল রাতে। নেপালের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে মাত্র একদিন অনুশীলনের সুযোগ পাবেন তিনি।
আরও পড়ুন: পরীক্ষিতদের ওপর ভরসা করে বাংলাদেশের দল ঘোষণা
আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। সর্বশেষ ম্যাচে হংকংয়ের সঙ্গে ড্রয়ে বাংলাদেশের এশিয়ান কাপের আশা শেষ হয়ে গেছে। ভারতের বিপক্ষে ম্যাচটিও তাই এখন নিয়ম রক্ষার।

স্পোর্টস ডেস্ক