হলান্ডের জোড়া গোলে ম্যানসিটির জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে হেরে টেবিলের শীর্ষে ওঠার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। তবে পরের ম্যাচেই আবার ঘুড়ে দাঁড়ালো পেপ গার্দিওলার শিষ্যরা। আবারও গোলমেশিন আর্লিং হলান্ডের ঝলক। দুর্দান্ত ফর্ম ধরে রেখে ঘরের মাঠে জোড়া গোল করলেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার। তার নৈপুণ্যেই গতকাল রোববার (২ নভেম্বর) রাতে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
গতকাল রাতে ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রেখেছিল গার্দিওলার দল। ম্যাচের ১৭তম মিনিটে সিটিকে এগিয়ে দেন হলান্ড। যদিও আট মিনিট পর টাইলার অ্যাডামসের গোলে সমতায় ফেরে বোর্নমাউথ।
তবে এরপর বেশিক্ষণ অপেক্ষায় করতে হয়নি সিটিজেনদের। ম্যাচের ৩৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হলান্ড। এতেই প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।
এই গোলের সঙ্গে প্রিমিয়ার লিগ ইতিহাসে নতুন কীর্তি গড়লেন তিনি। ঘরের মাঠে টানা চার ম্যাচে দুই বা তার বেশি গোল করা মাত্র তৃতীয় খেলোয়াড় হলান্ড, এর আগে এই কীর্তি ছিল লুইস সুয়ারেজ ও রবি ফাউলারের।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে মিডফিল্ডার নিকো ও’রাইলির গোলে ব্যবধান বাড়ায় সিটি। এরপর আরও বেশ কয়েকবার আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি সিটি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা।
ম্যাচজুড়ে আক্রমণের লড়াইয়ে এগিয়ে থাকলে বল দখলের লড়াইয়ে পিছিয়ে ছিল সিটি। পুরো ম্যাচে ৪৮ শতাংশ বল দখলে রেখে ১৫টি শট নিয়ে আটটি লক্ষ্যে রাখে ম্যানচেস্টার সিটি। বিপরীতে ৫২ শতাংশ বল দখলে রেখে আটটি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখে বোর্নমাউথ।
ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ১৩ গোল করে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা হলান্ড। চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৬ ম্যাচে তার গোল সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬।
এই জয়ে ১০ ম্যাচে ৬ জয়, ৩ হার ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আর ১৮ পয়েন্ট নিয়ে চারে আছে বোর্নমাউথ।

স্পোর্টস ডেস্ক