উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
যে ব্যাটিং ব্যর্থতার কারণে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সেখানে কিছুটা প্রলেপ দিতে পেরেছিল। তবে ভালো শুরুর পরও কিছুটা খেই হারালো বাংলাদেশ। পাওয়ার-প্লের আগে-পরে মিলিয়ে দুই উইকেট হারিয়েছে স্বাগতিকরা। সেই সঙ্গে কমেছে রানের গতিও।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো শুরু করেছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন। অবশ্য সিরিজে প্রথমবার সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারেননি ইমন। ছক্কা হাঁকিয়ে শুরু করলেও ১০ বল থেকে মোটে ৯ রান করেই ফিরেছেন তিনি।
ইমন ফিরলেও পাওয়ার-প্লের বাকি সময় নির্বিঘ্নে পার করে দেন অধিনায়ক লিটন দাস আর তামিম। কিন্তু সেই জুটিও বেশি লম্বা হলো না। সপ্তম ওভারে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৯ বলে ৬ রান। ৮ ওভার শেষে এখনো হাফসেঞ্চুরির দেখা পায়নি বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে করেছে ৪৫ রান।
একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ব্যাটিং ইউনিটে দুটি পরিবর্তন এনেছে। দুই ম্যাচের ব্যর্থতার পরে জায়গা হারিয়েছেন তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারী। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করে বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান ও তানহিম হাসান সাকিবকে। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন পেসার শরিফুল ইসলাম ও স্পিনার শেখ মেহেদি। দুজন সিরিজে প্রথমবার একাদশে সুযোগ পেলেন।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শেখ মেহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টির মিশনে নেমে প্রথম দুটি ম্যাচ ভালো যায়নি বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় তিন ম্যাচ সিরিজে দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই খুইয়েছে সিরিজ। তৃতীয় ম্যাচটি এখন হোয়াইটওয়াশ এড়ানোর।
এমন লক্ষ্যে আজ শুক্রবার (৩১ অক্টোবর) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

স্পোর্টস ডেস্ক