ম্যাচ হেরে যে যুক্তি দিলেন লিটন
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে শেষ ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল ঘরের মাঠে অন্তত হোয়াইটওয়াশ এড়ানো। কিন্তু সেই লক্ষ্যেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দুর্বল ব্যাটিংয়ের পরে ফিল্ডিংয়ে একের পর এক ক্যাচ মিস। সেই ভুলের প্রায়শ্চিত্ত করে ৫ উইকেটে হেরেছে লিটন দাসের দল।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তানজিদ হাসান তামিমের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ১৫১ রান তুলেছিল বাংলাদেশ।
সেই অল্প রানের রানের পুঁজিতেও বোলাররা ভালোই শুরু করেছিলেন। কিন্তু একের পর এক ক্যাচ মিসে শেষ পর্যন্ত তাদের চেষ্টাও বৃথা গেছে। ১৯ বল বাকি থাকতেই ম্যাচ হেরেছে বাংলাদেশ। পেয়েছে হোয়াইটওয়াশের লজ্জা।
বাংলাদেশের এই হারের পেছনে বড় কারণ যে ক্যাচ মিস, সেটি আর বলার অপেক্ষা রাখে না। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক লিটন দাসও সে কথাই বললেন। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে এই উইকেটে ১৫১ রান মোটামুটি ভালো স্কোর ছিল। গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ মিস করাটা আমাদের জন্য বিষয়টাকে কঠিন করে দিয়েছে।’
ব্যাটিংয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। পুরো ইনিংসে মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের দেখা পেয়েছিলেন। এর মধ্যে তামিম একাই করেছেন ৮৯ রান। দুই দলের ব্যাটিংয়ের ফারাক অনেকটা, বাংলাদেশ যেখানে সংগ্রাম করেছে, ওয়েস্ট ইন্ডিজ সেখানে হেসে-খেলে রান তুলেছে।
ব্যাটিং নিয়ে লিটন বলেন, ‘তামিম ভালো ব্যাট করেছে। তবে যখন আমরা ব্যাট করেছি, তখন কোনো শিশির ছিল না, উইকেট ব্যাট করার জন্য কিছুটা কঠিন ছিল। তারা ভাগ্যবান ছিল যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পেরেছে, কিন্তু এসব বিষয় নিয়ন্ত্রণ করা যায় না।’
অবশ্য লিটনের এই যুক্তি নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ, আগের দুই ম্যাচেও উইকেটে শিশির পড়তে দেখা গেছে। এ ম্যাচে টস জিতে লিটন নিজেই আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এক নজরে দেখে নিন সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কেমন করলেন বাংলাদেশের ব্যাটার-বোলাররা…
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১৫১/১০ (ইমন ৯, লিটন ৬, সাইফ ২৩, রিশাদ ৩, নুরুল ১, নাসুম ১, জাকের ৫, তামিম ৮৯, শরিফুল ০, তাসকিন ৯, মেহেদি ০*; হোল্ডার ৪-০-৩২-২, আকিল ৪-০-২৬-১, শেফার্ড ৪-০-৩৬-৩, চেজ ৪-০-২৩-১, পিয়েরে ৩-০-২৩-২, মোতি ১-০-১১-০)
ওয়েস্ট ইন্ডিজ : ১৬.৫ ওভারে ১৫১/৫ (আথানেজ ১, আমির ৩৪, কিং ৮, চেজ ৫০, আগাস্তে ৫০, পাওয়েল ৫*, মোতি ৩*; মেহেদি ৪-০-১৮-১, শরিফুল ২-০-১২-০, তাসকিন ৩.৫-০-৫০-০, নাসুম ৩-০-২৯-১, রিশাদ ৪-০-৪৩-৩)
ফলাফল : ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩-০ ব্যবধানে জয়ী।

স্পোর্টস ডেস্ক