ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারের পর টি-টোয়েন্টি সিরিজে এসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজটা নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা। তাই এবার তাদের লক্ষ্য বাংলাদেশেকে হোয়াইটওয়াশ করা। ক্যারিবীয় ব্যাটার অ্যালিক আথানেজ জানালেন ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের সুযোগটা কাজে লাগাতে চান তারা।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার আথানেজ ৩৩ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন। দলের জয়ে বড় অবদান ছিল তার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘অবশ্যই যদি সুযোগ পাই ৩-০ করার, নিশ্চিতভাবেই সবাই চাইবে সুযোগটা কাজে লাগাতে। কিন্তু আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না। পরের ম্যাচেও ভালো খেলা উপহার দিতে সেরাটা দিয়ে চেষ্টা করব আমরা।’
ম্যাচ শেষে নিজেদের বোলরদেরও কৃতিত্ব দিতে ভুলে যাননি তিনি। শেষদিকে তারাই জযটা বের করে এনেছেন। বোলাদের নিয়ে আথানেজ বলেন, ‘আমার মনে হয়েছে আমরা কিছু রান কম করেছি। কিন্তু আমদের লক্ষ্য ছিল যাতে আমরা বল হাতে ভালো শুরু করতে পারি। আমার মনে হয় সময়ের সাথে উইকেটও আরও ভালো হয়েছে। শিশির ছিল এখানে। বোলাররা অনেক ভালো বল করেছে, উইকেট তুলে নিয়ে তাদের আটকে দিয়েছে।’
আরও পড়ুন : বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াড অপরিবর্তিত
২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডজের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার ক্যারিবীয়রাও সেই সুযোগটা পেয়েছে এবং নিশ্চিতভাবেই তারা সেটি কাজে লাগাতে চায়। আগামীকাল শুক্রবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল।
আরও পড়ুন : ব্যাটিং স্বর্গেও ব্যর্থ ব্যাটাররা, সিরিজ হারল বাংলাদেশ
গতকাল বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশকে ১৪ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় হেরে যাওয়া ম্যাচের ফলাফল দেখে নিন স্কোরকার্ড থেকেই…
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৪৯/৯ (কিং ১, আথানেজ ৫২, হোপ ৫৫, রাদারফোর্ড ০, পাওয়েল ৩, হোল্ডার ৪, শেফার্ড ১৩, পিয়েরে ০, আকিল ১, চেজ ১৭; সাকিব ৪-০-২৩-০, তাসকিন ৩-০-২৮-১, মুস্তাফিজ ৪-০-২১-৩, নাসুম ৪-০-৩৫-২, সাইফ ১-০-৯-০, রিশাদ ৩-০-২০-২, শামীম ১-০-১১-০)
বাংলাদেশ : ২০ ওভারে ১৩৫/৮ (সাইফ ৫, তামিম ৬১, লিটন ২৩, হৃদয় ১২, জাকের ১৭, শামীম ১, রিশাদ ০, নাসুম ২, সাকিব ৮*; সিলস ৪-০-৩০-০, হোল্ডার ৪-০-২০-২, শেফার্ড ৪-০-২৯-৩, চেজ ৩-০-২১-০, আকিল ৪-০-২২-৩, পিয়েরে ১-০-১৩-০)
আরও পড়ুন : হারের পর যে কারণে আক্ষেপ তামিমের
ফলাফল : ওয়েস্ট ইন্ডিজ ১৪ রান জয়ী।

স্পোর্টস ডেস্ক