ম্যাচ হেরে বোলারদের কাছে দুঃখ প্রকাশ লিটনের
বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল সিরিজ বাঁচানোর। সেটাকে সহজ করে দিয়েছিলেন বোলাররা। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে ওয়েস্ট ইন্ডিজের ঝড় থামিয়ে আটকে রেখেছিলেন ১৫০ পেরোনোর আগে। কিন্তু সেই ব্যাটিং স্বর্গে সুগন্ধ বিলাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। থেমেছে ১৩৫ রান তুলে।
আজ বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে বল করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলতে পারে বাংলাদেশ। ১৪ রানে জিতে সিরিজ নিশ্চিত করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাসও শিকার করে নিয়েছেন ব্যাটিং ব্যর্থতার কথা। তিনি বলেন, ‘এখানে ১৫০ কোনো বড় টার্গেট নয়, কিন্তু আমরা (ব্যাটসম্যানরা) ম্যাচ শেষ করতে পারিনি। যখনই ভালো শুরু পেয়েছি, তখনই আউট হয়েছি।’
লিটন নিজেও ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি। ১৭ বলে ২৩ রানের আশা জাগানিয়া ইনিংসের পরিসমাপ্তি ডেকে এনে আউট হয়ে ফেরেন তিনি।
তাই ম্যাচ হারের দায়টা নিজের কাঁধেও নিয়েছেন তিনি। লিটন বলেন, ‘আমি যদি সেখানে থাকতাম, তাহলে ম্যাচটা অনেক আগেই শেষ হয়ে যেত। তারা দারুণ বল করেছে, কিন্তু তাদের ফিল্ডিং ততটা ভালো ছিল না। এটা আমাদের জন্য ভালো সুযোগ ছিল, কিন্তু আমরা টার্গেটটা তাড়া করতে পারিনি।’
প্রথম ১০ ওভারেই ১০০ পার করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। মনে হচ্ছিল ২০০ রান করে ফেলবে তারা। কিন্তু সেই ঝড় থামিয়ে ১৪৯ রানেই আটকে রাখেন বোলাররা। শুধু এই ম্যাচ নয়, বছর দুয়েক ধরেই ভালো বোলিং করছেন বোলাররা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারছে বাংলাদেশ।
বোলারদের কাছে দুঃখ প্রকাশ করে লিটন বলেন, ‘আপনি যদি দেখেন, শেষ দুই-তিনটি সিরিজে আমাদের বোলাররা সত্যিই দারুণ করেছে। আমি বোলারদের জন্য খুব দুঃখিত, কারণ তারা সত্যিই ভালো বল করেছে, কিন্তু আমরা শেষ করতে পারছি না।’
দেখুন দ্বিতীয় টি-টোয়েন্টিতে কেমন ছিল বাংলাদেশের বোলার এবং ব্যাটারদের পারফরম্যান্স…
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৪৯/৯ (কিং ১, আথানেজ ৫২, হোপ ৫৫, রাদারফোর্ড ০, পাওয়েল ৩, হোল্ডার ৪, শেফার্ড ১৩, পিয়েরে ০, আকিল ১, চেজ ১৭; সাকিব ৪-০-২৩-০, তাসকিন ৩-০-২৮-১, মুস্তাফিজ ৪-০-২১-৩, নাসুম ৪-০-৩৫-২, সাইফ ১-০-৯-০, রিশাদ ৩-০-২০-২, শামীম ১-০-১১-০)
বাংলাদেশ : ২০ ওভারে ১৩৫/৮ (সাইফ ৫, তামিম ৬১, লিটন ২৩, হৃদয় ১২, জাকের ১৭, শামীম ১, রিশাদ ০, নাসুম ২, সাকিব ৮*; সিলস ৪-০-৩০-০, হোল্ডার ৪-০-২০-২, শেফার্ড ৪-০-২৯-৩, চেজ ৩-০-২১-০, আকিল ৪-০-২২-৩, পিয়েরে ১-০-১৩-০)
ফলাফল : ওয়েস্ট ইন্ডিজ ১৪ রান জয়ী।

স্পোর্টস ডেস্ক