মন্থর ব্যাটিংয়ে কঠিন হয়েছে জয়ের পথ
 
প্রথম থেকেই দেখেশুনে এগোচ্ছিল বাংলাদেশ। সময় নিয়ে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করছিলেন সাইফ হাসান-লিটন দাস-তাওহিদ হৃদয়রা। তবে থিতু হওয়ার আগেই ফিরেছেন তারা। ধীরগতির ব্যাটিংয়ে বাংলাদেশের জয়ের পথ কিছুটা কঠিন হয়ে পড়েছে। প্রথম ১৫ ওভারে ১০০ রান তুলেছে বাংলাদেশ। শেষ ৫ ওভারে প্রয়োজন ৫০ রান।
হাফসেঞ্চুরি তুলে নিয়ে উইকেটে আছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তাকে সঙ্গ দিচ্ছেন জাকের আলী অনিক। অবশ্য এখনও বাংলাদেশের হাতে আছে ৭ উইকেট।
দেশেশুনে এগোচ্ছে বাংলাদেশ
লক্ষ্যটা খুব বড় নয়, দেখেশুনে খেললেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সেই চেষ্টা করছিলেন সাইফ হাসান-লিটন দাসরা। তবে আশার বাতি হতে পারলেন না তারা। সাইফ দ্রুত ফেরার পরে ইনংস বড় করতে পারেননি লিটনও।
রান তাড়ায় নেমে কিছুটা অস্বস্তি পোহাতে দেখা যাচ্ছিল সাইফ হাসানকে। দেখেশুনে খেলার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। চতুর্থ ওভারে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে তার ব্যাট তেকে আসে ১১ বলে ৫ রান।
এরপর উইকেটে এসে শুরুটা ভালোই করেন অধিনায়ক লিটন দাস। রানের চাকা সচল রাখছিলেন তিনি। কিন্তু তিনিও ইনিংস বড় করতে পারেননি। ১৭ বলে ২৩ রান করে আকিল হোসেনের বলে বোল্ড হয়ে ফেরেন লিটন। ৮ ওভার শেষে ২ উইকেটে ৫০ রান তুলেছে বাংলাদেশ।
সিরিজ বাঁচাতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান
আজ বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে বল করতে নেমে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। কিন্ত এরপরই টাইগারদের হতাশা বাড়িয়ে ঝড় তোলেন শাই হোপ আর আলিক আথানেজ। ১১তম ওভারে সেই ঝড় থামিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
দেখে নিন প্রথম ইনিংসে কেমন করেছেন বাংলাদেশের বোলাররা…
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৪৯/৯ (কিং ১, আথানেজ ৫২, হোপ ৫৫, রাদারফোর্ড ০, পাওয়েল ৩, হোল্ডার ৪, শেফার্ড ১৩, পিয়েরে ০, আকিল ১, চেজ ১৭; সাকিব ৪-০-২৩-০, তাসকিন ৩-০-২৮-১, মুস্তাফিজ ৪-০-২১-৩, নাসুম ৪-০-৩৫-২, সাইফ ১-০-৯-০, রিশাদ ৩-০-২০-২, শামীম ১-০-১১-০)

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
